Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে

উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, পাবনা সদর, পাবনা  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন একটি প্রতিষ্ঠান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন, শিক্ষক ও কর্মচারীদের বেতনভাতা প্রদান, প্রশাসনিক দায়িত্ব পালন। প্রাথমিক শিক্ষার পরিমানগত ও গুনগতমান উন্নয়নে গুরত্ব পূর্ন ভুমিকা পালন। বিদ্যালয় পরিদর্শন ও রিপোর্ট প্রদান , বই বিতরন ও শিশু জরিপ, অনলাইনে বিদ্যালয় শুমারি, প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আয়োজন, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রদান করে থাকে।  

  • পাবনা সদর উপজেলায় মোট ১০ টি ইউনয়ন ও ১ টি পৌরসভা
  • মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংখ্যা = ১২৫ টি
  • ১৫০০ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতাভূক্ত বিদ্যালয় সংখ্যা = ১টি
  • নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় সংখ্যা = 60 টি
  • এটি ০৮ টি ক্লাস্টারে বিভক্ত এগুলো হলো- (১) শালগাড়িয়া ক্লাস্টার, (২) বালিয়াহালট ক্লাস্টার, (৩) পুষ্পপাড়া ক্লাস্টার, (৪) ইয়াকুবপুর ক্লাস্টার, ৫) টিকরী ক্লাস্টার, ৬) দোগাছী ক্লাস্টার, ৭) বিজয়রামপুর ক্লাস্টার, ৮) দুবলিয়া ক্লাস্টার
  • উপজেলা শিক্ষা অফিসার ১ জন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অনুমোদিত ৮ জন কর্মরত ৭ জন, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক ১ জন, অফিস সহকারী কাম কম্পি উটার অপারেটর অনুঃ পদ ৩ জন কর্মরত ২ জন, হিসাব সহকারী ১ জন ও অফিস সহায়ক ১ জন সহ মোট কর্মরত ১৩ জন
  • এই উপজেলায় প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ১৮৫ টি, কর্মরত ১৫০ জন,  শূন্য ৩৫ জন, সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ১১৮০ টি কর্মরত ১১১৫ জন, শূণ্য ৬৫ জন, প্রাক প্রাথমিকের জন্য সৃষ্ট পদ ১৮৫ টি কর্মরত ১৬৫ জন, বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরীর অনুমোদিত পদ ১২৪ টি কর্মরত ৭৯ জন।
  • প্রশিক্ষণ প্রাপ্ত মোট শিক্ষক -৯৪৫জন।
  • মোট জরিপকৃত ছাত্র/ছাত্রী- ৮১৩৪৮(৪+ হতে ১০+)
  • ভর্তিকৃত ছাত্র/ছাত্রী- ৮১৩৪৮ জন (২০২২ সাল)
  • এটি পাবনা সদর উপজেলার নূরপুর এলাকার উপজেলা পরিষদে অবস্থিত।